
করা যাবেনা।আর একটি গুরুত্বপূর্ণ কথা হল যে আপনি উবুন্টু ইন্সটল করলে আপনার ডিভাইস brick করতে পারে।

এতে আপনি আপনার ফোনের গ্যারান্টি/
ওয়্যারেনটি হারাবেন এতে আপনার ফোন কম্পানি চেঞ্জ করে দিবেনা।তাই আগেই বলে রাখি জা করবেন নিজ দায়িত্তে।আর শুধু অ্যাডভানস ইউজাররাই সাহস করতে পারেন।তাছারা উবুন্টু ইন্সটল করলে আপনি আপনার ফোনের সকল ডাটা হারাবেন।আর এই পদ্ধতিতে আপনাকে প্রথমে রুট করতে হবে এবং পরে ফ্যাক্টরি রিসেট করতে হবে।তবে উবুন্টু বাবহারে কোন সমস্যা হলে আপনি পুনরায় অ্যান্ড্রয়েডএ ফিরে আসতে পারবেন।তবে আমি মনে করি আগে আগে পাকনামি নাকরাই ভালো।

তবুও যাদের কৌতূহল আছে তারা আগেই এই লিঙ্ক থেকে আপনার ডিভাইস অনুযায়ী উবুন্টু ১৩ .১০ নামিয়ে নিন।
পরে এই লিঙ্কে যান এবং স্টেপ বাই স্টেপ ফলো করুন তাহলেই হবে।

বি. দ্রঃআজ বিস্তারিত লিখলাম না।শুধু জানানর জন্য বললাম।পরে সম্পূর্ণ বাংলা টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব।

এই সম্পর্কিত আর কিছু লেখা--- :
অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড অ্যাপস উবুন্টু মোবাইল লিনাক্স- আপনার ফোনে ফ্লাশিং করুন উবুন্টু [অ্যাডভান্স ইউজার Only]
- অনেক কাজের একটা ট্রিক্স, যারা যানেনে তাদের ১০০% কাজে লাগবে............(মিস করলেন তো ভুল করলেন)
- আমার পছন্দের কিছু অ্যাপ এবং গেমস ( লাগলে নিতে পারেন) !!!!!!!!!!!!!
- অ্যান্ড্রয়েড গেমস জোন (পর্ব -৪) ::গুগল রেটিং এর উপর ভিত্তি সবচেয়ে সুন্দর স্পোর্টস গেমস………………………………. ফ্রী! ফ্রী!! ফ্রী!!! গেমসগুলো সব একদম ফ্রী
- আপনার ফোনে ফ্লাশিং করুন উবুন্টু [অ্যাডভান্স ইউজার Only]
- অ্যান্ড্রয়েড গেমস জোন [পর্ব-০৯]::ছোট সাইজের কিছু গেম(পেইড গেম)
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন