আপডেট পেতে সাবস্ক্রাইব করুন!!

আমরা কোন স্প্যাম পাঠাবোনা। ওয়াদা।

শনিবার, ফেব্রুয়ারী ১৫, ২০১৪

আপনার ফোনে ফ্লাশিং করুন উবুন্টু [অ্যাডভান্স ইউজার Only]

এতদিন শুনেছেন যে মোবাইলের জন্য উবুন্টু আসছে।আর জন্য অনেকে অনেক অপেক্ষা করেছেন।কিন্তু এখন সেই অপেক্ষার পালা শেষ।আমি আপনাদের দেখাব কিভাবে আপনার ফোনে আপনি উবুন্টু ইন্সটল করবেন।প্রথমেই বলে রাখি যে আপনি শুধু Nexus এবং Nexus 4 এ উবুন্টু ইন্সটল করতে পারবেন।তবে নতুন রিলিজ হওয়া Nexus7 এ তা এখনো ব্যবহার
করা যাবেনা।আর একটি গুরুত্বপূর্ণ কথা হল যে আপনি উবুন্টু ইন্সটল করলে আপনার ডিভাইস brick করতে পারে।

এতে আপনি আপনার ফোনের গ্যারান্টি/
ওয়্যারেনটি হারাবেন এতে আপনার ফোন কম্পানি চেঞ্জ করে দিবেনা।তাই আগেই বলে রাখি জা করবেন নিজ দায়িত্তে।আর শুধু অ্যাডভানস ইউজাররাই সাহস করতে পারেন।তাছারা উবুন্টু ইন্সটল করলে আপনি আপনার ফোনের সকল ডাটা হারাবেন।আর এই পদ্ধতিতে আপনাকে প্রথমে রুট করতে হবে এবং পরে ফ্যাক্টরি রিসেট করতে হবে।তবে উবুন্টু বাবহারে কোন সমস্যা হলে আপনি পুনরায় অ্যান্ড্রয়েডএ ফিরে আসতে পারবেন।তবে আমি মনে করি আগে আগে পাকনামি নাকরাই ভালো।
তবুও যাদের কৌতূহল আছে তারা আগেই এই লিঙ্ক থেকে আপনার ডিভাইস অনুযায়ী উবুন্টু ১৩ .১০ নামিয়ে নিন।
পরে এই লিঙ্কে যান এবং স্টেপ বাই স্টেপ ফলো করুন তাহলেই হবে।
বি. দ্রঃআজ বিস্তারিত লিখলাম না।শুধু জানানর জন্য বললাম।পরে সম্পূর্ণ বাংলা টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব।