বিজ্ঞান অত্যন্ত রহস্যময়।আমাদের দৈনন্দিন জীবনে বিজ্ঞানের প্রভাব সুদুর প্রসারী।কিন্তু আমরা সচরাচর বিজ্ঞান সম্পর্কে প্রায় কোন ধারনাই রাখিনা। আসলে বিজ্ঞান অনেক মজার এবং আনন্দময়। কিন্তু আমরা অনেকেই বিজ্ঞানকে ভয় করি। মনে করি যে এটা আসলে অনেক জটিল। কিন্তু আমরা বিজ্ঞানের স্বাদ গ্রহন করতে পারি নাই। আসলে এই কারনেই আজ আমাদের এই অবস্থা। তাই আমাদের লক্ষ্য এই যে, সাধারন মানুষও যেন বিজ্ঞানের এই রহস্যময় কিন্তু আনন্দময় জগতে সাচ্ছন্দে উকি দিতে পারে এবং এর স্বাদ উপভোগ করতে পারে। --- আসা করি আমাদের কষ্ট সারথক হবে।
1 মন্তব্য:
কোন কিছু জানতে চাইলে জিজ্ঞাস করুন////
একটি মন্তব্য পোস্ট করুন