প্রযুক্তি বিশ্বর সঙ্গে তালমিলিয়ে চলতে এবার বাজারে টেলিভিশন নিয়ে আসছে টেক জায়ান্ট গুগল। ‘নেক্সাস টিভি’ নামে আগামী বছরের শুরুতেই আমাদের হাতের নাগালে এই টিভি পাওয়া যাবে বলে জানিয়েছে গুগল। সাধারণ টেলিভিশনের সঙ্গে বিশেষ পার্থক্য থাকছে গুগল টিভির ।
যেসব সুবিধা থাকছে এতেঃ
- টিভি দেখা ছারাও গেম খেলা যাবে
- ইউটিউবের ভিডিও দেখা যাবে
- ভিডিও ডাউনলোড,আপলোড,শেয়ার ইত্যাদি করা যাবে
- ভিডিও কল এবং চ্যাটিং করা যাবে
- 2D থেকে 3D মুডে এবং রঙিন ছবিকে সাদা কালো করে দেখা যাবে