আপডেট পেতে সাবস্ক্রাইব করুন!!

আমরা কোন স্প্যাম পাঠাবোনা। ওয়াদা।

সোমবার, ডিসেম্বর ০৯, ২০১৩

মহাবিশ্বের অন্যতম বিষ্ময় "সোপারনোভা"


পরিবর্তশীল মহাবিশ্বের একটা সুসঙ্গত কোন অবস্থা বা কোন প্রকৃতি নেই ।উপরের আকাশে তাকালে আমরা রিতীমত বিষ্মিত হয় । অনেক কিছু আছে যা আগে ছিলনা পাশে । একটা ভিতীকর কথা বলেই প্রথমে স্নায়ু উদ্দীপনা সৃষ্টি করি যে আমাদের আকাশে নাকি ঘুড়া হাতি আর নাকি কাল দেবের অবস্থান ? আমরা তো হাটা চলা করি, খাওয়া দাওয়া করি, সর্বশেষ একটা জীবন ধারণ করি ।আমরা কখনো খেয়াল করেছি কেমন করে আমাদের উৎপত্তি ? আর কিজন্যই বা পৃথিবী গ্রহ নক্ষত্রের সৃষ্টি ? সৃষ্টি রহস্যের আদিতে যত সব রহস্য ছিল তার মধ্যে সুপারনোভা অন্যতম । আজ এর সম্পর্কে কিছু সাধারণ তথ্য দিচ্ছি । উপরের ছবিটা
রহস্য অভিযানে 1987 সালে তোলা হয়েছিল । এটার নাম সোপারনোভা 1987A বা SN 1987। শক্তির এক বিষ্ময়কর এবং অতি বৃহৎ বিস্ফোরণের ফলে সোপারনোভার উৎপত্তি ।এই বিস্ফোরণ শক্তি 10 টুডিপাওয়ার 28 মেগাটন বুমের সমান (যেমন অক্টিলিন নিউক্লিয়ার বিস্ফোরণ) । মহাবিশ্বে দুই ধরণের সোপারনোভা রয়েছে । একটা হল la এবং অপরটি হল lb ।একটু সংক্ষিপ্ত আলোচনা করি । 1. la সোপারনোভাঃ একে বাইনারি তারার ধরণ(binary star systems) বলা হয়। শ্বেত বামন (white dwarf) এর সৃষ্টি কালে কার্বন ও অক্সিজেন সমন্বয় সাধন করে ।ফলে বৃহৎ বিষ্ফোরণে এ সোপারনোভার উৎপত্তি ঘটে । এর ঘনত্ব 2x10 to the power 9 gcm per 3 ।এই ঘনত্বে কার্বন এনডক্সিজেন (andoxygen) ফিউশন বিক্রিয়ার জন্য পর্যাপ্ত । তখনই এর উৎপত্তি ঘটে । lb or type 2 ঃ হাইড্রোজেনের পূর্ণ উপস্হিতে বৃহৎ(massive) তারা অতি তাপমাত্রায় থাকে এবং কিছু সময় পর ঐ তারা বিস্ফোরণের সাথে ধ্বংস প্রাপ্ত হয় । লৌহের নিউক্লিয়ার ফিউশন ঘটে ।এতে তারার কেন্দ্রে ভর বৃদ্ধি পেতে শুরু করে ।এর পর এটি একটি শ্বেত বামনে পরিণত হয় । বিস্ফোরণের সময় অতি উচ্চ তাপমাত্রায় বৃহৎ তারার মধ্যে হাইড্রোজেনের সাথে এন্টি ম্যাটারের তীব্র সংঘর্ষে আগুনের ফুলকানি বয়ে যায় ।এতে অন্য একটি সোপারনোভার উৎপত্তি ঘটে যাকে আমরা টাইপ টু বলি । একটা গুরুত্বপূর্ণ তথ্যঃ যখন তারার কেন্দ্র 5 সৌর ভরের কম হয় তখন একে নিউট্রণ তারকা বলে । আর যখন কেন্দ্র 5 সৌর ভরের বেশি হয় তখন একে ইউনিভার্স বলে ।একে অন্য নামে ব্ল্যাক হোল বা কৃষ্ন বিবর বলে । পোষ্ট ভাল লাগলে অবশ্যই জানাবেন আর প্রশ্ন থাকলে তো অবশ্যই কমেন্ট করবেন । পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ ।