আপডেট পেতে সাবস্ক্রাইব করুন!!

আমরা কোন স্প্যাম পাঠাবোনা। ওয়াদা।

সোমবার, ডিসেম্বর ০৯, ২০১৩

1=2! হতে পারে কি? দেখা যাক (আবার) ™

গত একটা টিউনে আমরা 1=2 প্রমান করতে চেষ্টা করেছি,কিন্তু পারি নাই। তো আজ একটু অন্যভাবে চেষ্টা করব দেখি পারি কিনা।চলুন তবে শুরু করা যাকঃ->
প্রথমে,

–2 = –2

=> 1–3 = 4–6                         (এভাবে লেখা যায়)

=>1²–2×1× 3/2 = 2²–2×2×3/2                      (এভাবে লেখা যায়)

=>1²–2×1× 3/2 + ( 3/2)²= 2²–2×2×3/2 + ( 3/2)²                      (উভয়পক্ষে ( 3/2)²যোগ করে পাই)

=>(1 – 3/2)²= (2 – 3/2)²

=>1 – 3/2 = 2 – 3/2                     (বর্গমূল করে)

=>1 = 2                       ( 3/2 পক্ষে যোগ করে )

কি ?কিছু বুঝলেন? হ্যাঁ,এখানে একটা ভুল আছে। ভুল টা কি ধরতে পারলেন।মনে হয় পারবেন।কারন এটা একেবারে সিম্পল।আর না পারলেও কোন সমস্যা নাই, আমিতো আছি।তবে আপনারা নিজে আগে চেষ্টা করবেন । না পারলে পরে ভুলটা কমেন্ট বক্স থেকে দেখে নিবেন।
টিউনটা পড়ার জন্য ধন্যবাদ।

এই আজব প্রমাণটি 'মোঃ জাফর ইকবাল' এবং 'মোহাম্মদ কায়কোবাদ' এর "নিউরনে অনুরণন" নামক বই হতে সংকলিত। 8-O