আপডেট পেতে সাবস্ক্রাইব করুন!!

আমরা কোন স্প্যাম পাঠাবোনা। ওয়াদা।

বৃহস্পতিবার, আগস্ট ১৫, ২০১৩

কুকুরের জন্য চশমা তৈরি করবে গুগল!

অবিশ্বাস্য হলেও এবার সত্যি সত্যিই কুকুরের জন্য চশমা তৈরি করতে যাচ্ছে টেক জায়ান্ট গুগল! তবে সব কুকুরের জন্য চশমা বানানো হবে না, শুধুমাত্র বিভিন্ন প্রাতিষ্ঠানিক কাজে নিয়োজিত কুকুরগুলোর জন্যই চশমাবানাবে প্রতিষ্ঠানটি।

গুগলের তথ্য মতে, সাধারণত বোমা ও লাশ খুঁজে বের করায় নিয়োজিত কুকুরগুলো এ চশমার মাধ্যমে তাদের নিয়ন্ত্রণকারীদের সঙ্গে যোগাযোগে সক্ষম হবে। এমনকি এর মাধ্যমে কুকুরের দৃষ্টিতে দুনিয়াকে দেখতে পারবে মানুষ।

নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, এ প্রাণীর উপযোগী পরিধানযোগ্য কম্পিউটার তৈরিতে জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির সহায়তা নেয় কোম্পানিটি।

সহযোগী অধ্যাপক মেলোডি জ্যাকসন জানান, “ইতিমধ্যে বেশকিছু কুকুরের ওপর গবেষণা চালানো হয়েছে। কুকুরের মাথায় বসানো সেন্সরগুলো কীভাবে চালু করলে বেশি সুবিধা হয়, সেটিই বের করার চেষ্টা চলছে। তবে সত্যি কথা বলতে অধিকাংশ কুকুরই জিহ্বা দিয়ে সেনসরগুলো চালু করতে স্বাচ্ছন্দ্যবোধ করে”।