আপডেট পেতে সাবস্ক্রাইব করুন!!

আমরা কোন স্প্যাম পাঠাবোনা। ওয়াদা।

বৃহস্পতিবার, আগস্ট ১৫, ২০১৩

ব্যাকটেরিয়া পরস্পরের রক্ষায় সহায়তা করে!


রোগ নিরাময়ে অ্যান্টিবায়োটিকের ব্যবহার উল্লেখযোগ্য। আবার অনেক রোগের জীবাণু হয়ে উঠেছে ব্যাকটেরিয়া প্রতিরোধী। bbযুক্তরাজ্যের কুইন্স ইউনিভার্সিটির গবেষক ড. মিগুয়েল ভালভানোর নেতৃত্বে পরিচালিত নতুন এক গবেষণায় দেখতে পেয়েছেন, অ্যান্টিবায়োটিক প্রতিরোধে ব্যাকটেরিয়াগুলো কীভাবে পরস্পরকে রক্ষায় সহায়তা করে। এই আবিষ্কারের ফলে ব্যাকটেরিয়া প্রতিরোধী নতুন ওষুধ তৈরি করা সম্ভব হবে। গবেষণায় জানা গেছে, অ্যান্টিবায়োটিকের মাধ্যমে চিকিৎসার সময় বারখোলডেরিয়া সেনোসেপাসিয়ার (বি. সেনোসেপাসিয়া) মতো ব্যাকটেরিয়া নিজেদের রক্ষায় এক ধরনের উপাদান (মলিকিউল) জন্ম দেয়। অ্যামিনো এসিড ব্যবহারে সৃষ্ট এই উপাদান অ্যান্টিবায়োটিক থেকে ই-কোলি, সিএফ প্যাথোজেনসহ বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াকে রক্ষা করে। ব্যাকটেরিয়ার এই মলিকিউল পরস্পরের মধ্যে বিনিময়ও করে। যাতে অন্য দুর্বল ব্যাকটেরিয়াগুলোকে সবল করে তোলা যায়। গবেষকরা বলেন, ব্যাকটেরিয়াগুলোর আত্মরক্ষার এ প্রক্রিয়াটি আবিষ্কার হওয়ায় কার্যকর ওষুধ তৈরি সহজ হবে। গবেষুকরা তাদের পরবর্তী পদক্ষেপ হবে ব্যাকটেরিয়ার এই প্রতিরোধী ব্যবস্থা অকার্যকর করার উপায় বের করা।