মহাদেশ কিভাবে বরফাবৃত হলো সে বিষয়ে গবেষণা করে যুক্তরাষ্ট ও
যুক্তরাজ্যের একদল বিজ্ঞানী কিছু ভৌগলিক সাক্ষ্যপ্রমাণ পেয়েছেন, যা এ বিষয়ে
প্রচলিত মতবাদকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। এন্টার্কটিক
সার্কামপোলার স্রোত (ACC) হল এক প্রকার মহাসাগরীয় স্রোত যা সমগ্র
মহাদেশটিকে ঘিরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্রবাহিত হতে থাকে। এই স্রোত
এন্টার্কটিকাকে উত্তরের উষ্ণ সমুদ্র জল হতে অন্তরীত করে রাখে, যার ফলে
জমাকৃত বরফ সুরক্ষিত থাকে। কয়েক
দশক ধরে বিজ্ঞানীরা অনুমান করেছিলেন যে ACC এর এরকম পূর্ণাঙ্গ প্রবাহ ৩৪
মিলিয়ন বছর আগের প্রাথমিক হিমবাহের উপর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলো।
এন্টার্কটিকার কাছে স্কটিয়া সাগরের শিলার নমুনা হতে ২৮ বিলিয়ন বছর আগের
বর্তমানে নিমজ্জিত আগ্নেয় চাপের অবশিষ্টাংশের হদিস পাওয়া গেছে যা ১২ বিলিয়ন
বছর পূর্বপর্যন্ত ACC গঠনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছিল। এজন্যই
প্রারম্ভিক অবস্থায় এন্টার্কটিকার হিমবাহের সাথে ACC এর কোন সম্পর্ক ছিলনা।
কিন্তু পরবর্তীতে এই স্রোত প্রবাহের কল্যাণেই পৃথিবীতে বিশাল এক বরফ
রাজ্য গড়ে উঠেছে। গবেষকেরা সমুদ্র তলদেশের বিভিন্ন উচুঁ স্থান খনন
করে আগ্নেয় পাললিক শিলা আবিষ্কার করেন। এই শিলা সমুহ সমুদ্র তলের অন্যান্ন
অঞ্চলে প্রাপ্ত শিলার থেকে একটু ভিন্ন। ‘আর্গন আইসোটোপিক ডেটিং’ প্রযুক্তি
ব্যবহার করে বিজ্ঞানীরা এই শিলা গুলির বয়স নির্ধারণ করেছেন। এদের সবার বয়স
২৮ মিলিয়ন বছর থেকে ১২ মিলিয়ন বছরের মধ্যে। এই গবেষণা প্রবন্ধটি জার্নাল জিওলজি’র অনলাইন সংস্করনে প্রকাশিত হয়েছে।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন