ক্যাপশন যুক্ত করুন |
moonনাসার গবেষকেরা চাঁদের বুকে পানি তৈরির প্রক্রিয়া নিয়ে গবেষণা চালাবেন। সম্প্রতি গবেষকেরা সেখানকার উপাদান ব্যবহার করে পানি তৈরি করতে সক্ষম হবে এমন একটি রোবট তৈরির কাজে হাত দিয়েছেন।
গবেষকেদের পরিকল্পনা অনুযায়ী, ২০১৭ সালনাগাদ চাঁদের ভূপৃষ্ঠে কীভাবে পানি তৈরি করা যাবে, তা নিয়ে সপ্তাহব্যাপী কাজ করবে একটি রোবট। চন্দ্রযানটি চাঁদে পৌঁছানোর পর হাইড্রোজেন গ্যাস উৎপাদনের কাজেই লেগে যাবে প্রায় আড়াই দিনের মতো। পরের ৫ দিনচাঁদের পিঠে প্রায় ১ মিটার গভীর গর্ত খোঁড়া হবে। মিশনটির প্রস্তুতি পর্ব চলছে।
গবেষকেদের তৈরি রোবটটি হবে সৌরশক্তিনির্ভর। চন্দ্রপৃষ্ঠের উপাদান উত্তপ্ত করে তরল বের করা যাবে। এ থেকে অক্সিজেন নিয়ে হাইড্রোজেন সংযোগে পানি তৈরি করা যাবে।
গবেষকেরা জানিয়েছেন, অল্পদিনের এ মিশনের জন্য মাত্র ২৫০ মিলিয়ন মার্কিন ডলার প্রকল্পব্যয় হবে। এ মিশনে মঙ্গল গ্রহের উপাদান ব্যবহার করে পানি তৈরি করা বা পানির সন্ধান পাওয়া যাবে বলে গবেষকেরা আশাবাদী।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন