আসসালামুয়ালাইকুম। আপনার কি কখনও হাসি আসে না? আমার কিন্তু অনেক হয়। জন্মের পর থেকেই মাথায় একটু কেও চুলকালেও আমার কাতুকুতু লাগে ! তবে আপনার হাসি না আসলেও সমস্যা নেই। কারণ খুব কঠিন মানুষকেও হাসাতে পারে রাসায়ন। রসায়নের এ বিশেষ রসের নাম হাসি বায়ু বা লাফিং গ্যাস । আমার কথা শুনে হাসবেন না। সত্যি হাসি বায়ুর প্রভাবে সবাই হাসতে বাধ্য। এ বায়ুর কোন রং নেই। তবে মৃদু মিষ্টি গন্ধ আছে । এর রাসায়নিক সংকেত N2O .
আপনি কি হাসি বায়ু তথা লাফিং গ্যাস তৈরি করতে চান???? তাহলে আপনার কিছু জিনিষ লাগবে।
- যা যা লাগবেঃ
১. এমনিয়াম নাইট্রেট ( একটু খোজ করলেই কিনতে পারবেন )
২. টেস্টটিউব-২ টি ( পাতলা কাচের বোতল নিলেও হবে )
৩. কাচনল ( ফেলে দেয়া স্যালাইনের প্লাস্টিক নল হলে হবে )
কি করতে হবেঃ
টেস্টটিউব এ এমনিয়াম নাইট্রেট নিন । নিচের ছবির মত করে সাজিয়ে নিন ।
এবার টেস্টটিউব এ তাপ দিন । উৎপন্ন হয়ে যাবে হাসি বায়ু ।
- ব্যবহারঃ
এ বায়ু নিঃশ্বাসের সাথে অল্প পরিমাণ গ্রহন করলেই হাসি আসবে ।
সতর্কতাঃ
- এ বায়ু নিঃশ্বাসের সাথে বেশি নিলে মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে ।
- অতিরিক্ত গ্রহণ করলে মারা যেতে পারে ।
বিভিন্ন ভাবে এ বায়ু তৈরি করা যায়। বাসায় তৈরি করার উপযোগী করে বলে দিলাম। তৈরি করতে পারলে জানাবেন । আরও অনেক জিনিস তৈরি করার প্রক্রিয়া শেখানোর ইচ্ছা আছে। আপনাদের ভালো লাগলে বলবেন। তবে হ্যা, এই পোস্টটি ইন্টারনেট থেকেই নেয়া।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন