terminatorপৌরাণিক যুগ থেকে অমরত্বের পিছনে ছুটেও আমরা বিন্দুমাত্র ক্লান্ত নই, সেই অমরত্ব এবার আপনার হাতের মুঠোয়। আর মাত্র ৩২ বছর। তার পরেই আপনি গর্বের সঙ্গে ঘোষণা করতে পারবেন যে আপনি অমর।
এমনটাই দাবি করছেন এক রুশ কোটিপতি দিমিত্রী ইটসকভ। তিনি দাবি করছেন, ২০৪৫ সালের মধ্যেই তিনি এমন এক উপায় আবিষ্কার করবেন যার সাহায্যে মানুষকে অমরত্ব দেওয়া যাবে অনায়াসেই খুব সহজেই। তাঁর আবিষ্কৃত প্রযুক্তির সাহায্যে ‘টার্মিনেটর স্টাইল’ সাইবর্গ (আংশিক মানব,আংশিক যন্ত্র) তৈরি করা যাবে। ডিজিটাল ট্রেন্ড নামক এক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী মানুষের মস্তিষ্ক থেকে তার স্মৃতি ও চেতনা সেই মেশিনের মধ্যে স্থাপন করা হবে। এরফলে সেই মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য এবং স্মৃতি সবই সংরক্ষিত থাকবে।
তবে এই সাইবর্গের কোনও শারীরিক অস্তিত্ব থাকবে না। অস্তিত্ব থাকবে শুধুমাত্র ইন্টারনেটের মতো একটি নেটওয়র্কে। আলোর গতির মতোই দ্রুত বেগে পৃথিবী এবং অন্তঃরীক্ষে ভ্রমণ করতে পারবে এই সাইবর্গ।
1 মন্তব্য:
আমার বিশ্বাস হয় না ...........................
একটি মন্তব্য পোস্ট করুন