আপডেট পেতে সাবস্ক্রাইব করুন!!

আমরা কোন স্প্যাম পাঠাবোনা। ওয়াদা।

বৃহস্পতিবার, আগস্ট ১৫, ২০১৩

পারমাণবিক ভ্যান ডার ওয়ালস্ বল পরিমাপ করলেন বিজ্ঞানীরা



vwভ্যান ডার ওয়ালস্‌ বল- মহাকর্ষ, তড়িৎ চৌম্বক,ও সবল কিংবা দুর্বল পারমাণবিক বলের মতো মৌলিক কোন বল নয়। মূলত অনু-পরমাণুর ক্ষুদ্র জগতে বিভিন্ন রকমের আকর্ষণ-বিকর্ষণের ফলশ্রুতিতে এই বলের আবির্ভাব ঘটে। যার ফলে একে হিসাব নিকাশের ছকে ফেলা খুব কঠিন কাজ। অতীতে কেউ সঠিকভাবে এই বল পরিমাপ করতে পারেনি। অতিসম্প্রতি ফ্রান্সে, বিজ্ঞানীরা প্রথমবারের মতো আনবিক ভ্যান ডার ওয়ালস্ বল পরিমাপ করতে সক্ষম হয়েছেন। তারা এটি করেছেন লেজারের মাধ্যমে দুটি রিডবার্গ পরমাণু (বিশেষ কোয়ান্টাম অবস্থায় উত্তেজিত পরমাণু) আবদ্ধ করে অতি ক্ষুদ্র সময়ে তাদের পরিবর্তিত দূরত্ব পরিমাপ করার মাধ্যমে। এসময় দুটি পরমাণুই একটি সুসঙ্গত কোয়ান্টাম অবস্থায় ছিল। গবেষকেরা বিশ্বাস করেন- এই ব্যবস্থার দ্বারা কোয়ান্টাম লজিক গেট এবং ঘনীভূত-পদার্থ ব্যবস্থার কোয়ান্টাম প্রতিরুপ তৈরি করা সম্ভব হতে পারে। আমাদের দৈনন্দিন জীবনে অনু, পরমাণু এবং পৃষ্ঠতলের মধ্যে ক্রিয়ারত এই ভ্যান ডার ওয়াল্স্ বল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদাহরন স্বরুপ, মাকড়সা ও টিকটিকি মসৃন দেয়ালে খাড়াভাবে উঠার জন্য সম্পুর্ণই এই বলের উপর নির্ভরশীল। আমাদের দেহের প্রোটিন এই বলের কারণেই বিভিন্ন ভাঁজে বিন্যস্ত হয়ে নানা রকম জটিল আকৃতি গঠন করতে পারে।