আপডেট পেতে সাবস্ক্রাইব করুন!!

আমরা কোন স্প্যাম পাঠাবোনা। ওয়াদা।

বৃহস্পতিবার, আগস্ট ১৫, ২০১৩

থ্রী ডি প্রযুক্তির মোবাইল ফোন

ক্যাপশন যুক্ত করুন


weeসিনেমা হলের পর্দায় বা ঘরে স্মার্ট টেলিভিশনের পর্দায় থ্রী-ডি বা ত্রিমাত্রিক ছবি দেখতে আমরা সাহধারণত থ্রী-ডি চশমা ব্যবহার করে থাকি। তবে ভবিষ্যতে এই থ্রী-ডি চশমার হয়তো আর দরকার হবে না। এমনকি পর্দার সামনে বসেও থাকতে হবে না। কারণ প্রযুক্তিবিদরা এমন একটি থ্রী-ডি প্রযুক্তি উদ্ভাবনে সক্ষম হয়েছেন, যেটি মোবাইল ফোনের মত ছোট ডিজিটাল ডিভাইসে কাজ করবে। এই থ্রী-ডি প্রযুক্তির ব্যবহার চলচ্চিত্রে, বা বিভিন্ন ধরণের গেমে যে ব্যবহার করা যাবে তা হয়তো আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু প্রযুক্তিবিদরা এর থেকে আরও অনেক বেশি সম্ভাবনা দেখতে পাচ্ছেন। তাদের ধারনা, বহুদূর থেকে যন্ত্রের মাধ্যমে রোগীদের শল্যচিকিৎসা থেকে শুরু করে, বাড়ী নির্মাণের মতো আরও অনেক কাজ করা যাবে নতুন এই আবিষ্কৃত থ্রী-ডি প্রযুক্তি ব্যবহার করে।