আপডেট পেতে সাবস্ক্রাইব করুন!!

আমরা কোন স্প্যাম পাঠাবোনা। ওয়াদা।

বৃহস্পতিবার, আগস্ট ১৫, ২০১৩

তিন অপারেটরের নতুন ইন্টারনেট মূল্য

ইন্টারনেটের মূল্য কমাচ্ছে বাংলালিংক, রবি ও এয়ারটেল। এ লক্ষ্যে ২৫ শতাংশ হারে মোবাইল ইন্টারনেটের মূল্য কমানোর একটি প্রস্তাব জমা দেওয়া হয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিতে।

তিন অপারেটরের নতুন মূল্য অনুযায়ী পি-১ প্যাকেজের ক্ষেত্রে গ্রাহকদের প্রতি কিলোবাইট ইন্টারনেটের মূল্য দুই পয়সার জায়গায় সর্বোচ্চ দেড় পয়সা এবং প্রতি মেগাবাইটের ২০ টাকার স্থলে ১৫ টাকা দিতে হবে।


এ ছাড়া রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটকের থ্রিজি গ্রাহকরা প্রতি কিলোবাইট দশমিক এক পয়সা ও প্রতি মেগাবাইট এক টাকা, টেলিটকের টু-জি গ্রাহকরা প্রতি কিলোবাইট দশমিক দুই পয়সা ও প্রতি মেগাবাইট দুই টাকা এবং সিটিসেল গ্রাহকরা প্রতি কিলোবাইট ২ পয়সা ও প্রতি মেগাবাইট ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ২০ টাকায়।

রবি গ্রাহকদের জন্য সম্প্রতি ৫ মেগাবাইট ছয় টাকা, ২০ মেগাবাইট ২০ টাকা এবং ৪০০ মেগাবাইট ৫০ টাকায় দেওয়ার ঘোষণা দিয়েছে।
তবে ইন্টারনেটের মূল্য কমানোর দাবিতে আন্দোলনকারী সংগঠনগুলোর নেতারা এটিকে অপারেটরগুলোর এক ধরনের ছলচাতুরী হিসেবে অবিহিত করেছেন। তাদের মতে দুটি প্যাকেজের ২৫ শতাংশ হারে মূল্য কমানোর ঘোষণা গ্রাহকদের সঙ্গে অপারেটরগুলোর এক ধরণের প্রতারনা ছাড়া আর কিছু নয়। আন্দোলনকারীরা, প্রতি মেগাবাইট দশ পয়সা ও প্রতি গিগাবাইট ১০ টাকা মূল্য নির্ধারণের জন্য বিটিআরসির কাছে দাবি জানানো হয়েছে।