অনেকেই হয়ত আমার মত বাংলা বিলাই (লায়ন) মডেম কিনা বাশ খাইতাছেন। যারা আবার প্রিপ-পেইড কিনছেন তাদেরত কোন কথাই নাই। সর্ব নিম্ন প্যাকেজের দামও ১৫০ টাকা।
তাও আবার মাত্র 600 মেগাবাইট।আমাদের অনেক সময় অল্প সময়ের জন্য ইন্টারনেট লাগে তখন কি করতে হয় 600 মেগাবাইটের প্যাকেজে কিনতে হয়। কিন্তু আমরা আমদের জাভামোবাইল ব্যাবহার করেই সেই কাজটি পিসি তে কতে পারি। তার জন্য বেশি কিছুনা সুধু লাগবে নোকিয়া পিসি স্যুট সফটওয়্যারটা ।এভাবে আপনি আপনার মডেম কিনার টাকাও
বাচাতা পারেন। প্রথমে সফটওয়্যারটা নিচের থেকে ডাউনলোড করে নিন..................(যাদের আছে তাদের লাগবেনা)
http://www.updatestar.com/directdownload/nokia-pc-suite/1985075
নোকিয়া পিসি স্যুট সফটওয়্যারটা ইন্সটল করার পরে আপনার মোবাইলটা কানেক্ট করুন পারে connectivity তে ক্লিক করুন। পরে প্রয়োজনীয় জিনিসগুলো
সেটিংস করুন। এবার কাজ শেষ। এবার আপনি আপনার মোবাইল দিয়ে ইন্টারনেটে অ্যাক্সেস করতে পারবেন।বিঃ দ্রঃ আপনি আপনার মোবাইল এর ব্লুটুথ কোন কাজ ছাড়া সর্বদা বন্ধ রাখবেন। তা না হলে বুঝতেইত পারেন.......................................আপ্নার বাশ যাবে।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন