আপডেট পেতে সাবস্ক্রাইব করুন!!

আমরা কোন স্প্যাম পাঠাবোনা। ওয়াদা।

বৃহস্পতিবার, জুলাই ১৮, ২০১৩

কিছু বাংলা ব্লগের নাম


   কিছু বাংলা ব্লগ....................................


    অনুকাব্য
    আত্রাই নদীর পাড়ে
    আইডি ফোরাম
    আইটেক বাংলা
    আমরা বন্ধু
    আমার ঠিকানা
    আমাদের কথা
    আমাদের প্রযুক্তি
    আমার ব্লগ
    আমার বর্ণমালা
    আড্ডা ব্লগ
    ওপেস্ট
    একুশে ব্লগ
    এসিএম সলভার
    কম্পিউটার ও ইলেক্ট্রনিক্স
    কফি হাউজের আড্ডা
    ক্যাডেট কলেজ ব্লগ
    গণিত পাঠাশালা.কম
    চতুর্মাত্রিক
    জীবনযাত্রা
    টেকটুইটস
    টেকটিউনস
    টেকমাস্টারব্লগ
    টেকনোলজি টুডে ব্লগ
    টেকনোলজি
    টিউনারপেইজ
    ত্রিভুভ নেটওয়ার্ক
    নাগরিক ব্লগ
    নৃ.ওরগ
    নীলাঞ্চল বাংলা ব্লগ
    প্রচেষ্টা
    পিস ইন ইসলাম
    প্রজন্ম ফোরাম

    প্রযুক্তি বার্তা
    প্রথম আলো ব্লগ
    বকলম
    বাঁধ ভাঙ্গার আওয়াজ
    বাংলা দুনিয়া
    বিজ্ঞান প্রযুক্তি
    বিজ্ঞানী
    বিবর্তন বাংলা
    ব্লগদেশ
    বিডিটিউটোরিয়াল ২৪
    বিডিনিউজ২৪বাংলা ব্লগ
    বিসর্গ
    বলতে চাই স্বপ্নের কথা
    মুক্তব্লগ
    মুক্তমনা বাংলা ব্লগ
    মুক্তাঙ্গন: নির্মাণ ব্লগ
    রংমহল
    লোটাকম্বল
    শব্দনীড়
    সচলায়তন.কম
    সমকাল দর্পন
    সবকিছু
    সবুজ বাংলা ব্লগ
    সবুজের কলতান ব্লগ
    সরল পথ
    সদালাপ
    সাহিত্য.কম
    সোনার বাংলাদেশ ব্লগ
    স্বপ্নবাজ ব্লগ

আপনার মোবাইল এর ব্লুটুথ কোন কাজ ছাড়া সর্বদা বন্ধ রাখুন

অনেকেই হয়ত আমার মত বাংলা বিলাই (লায়ন) মডেম কিনা বাশ খাইতাছেন। যারা আবার প্রিপ-পেইড কিনছেন তাদেরত কোন কথাই নাই। সর্ব নিম্ন প্যাকেজের দামও ১৫০ টাকা।

তাও আবার মাত্র 600 মেগাবাইট।আমাদের অনেক সময় অল্প সময়ের জন্য ইন্টারনেট লাগে তখন কি করতে হয় 600 মেগাবাইটের প্যাকেজে কিনতে হয়। কিন্তু আমরা আমদের জাভা
মোবাইল ব্যাব
হার করেই সেই কাজটি পিসি তে কতে পারি। তার জন্য বেশি কিছুনা সুধু লাগবে নোকিয়া পিসি স্যুট সফটওয়্যারটা ।এভাবে আপনি আপনার মডেম কিনার টাকাও
বাচাতা পারেন।  প্রথমে সফটওয়্যারটা নিচের থেকে ডাউনলোড করে নিন..................(যাদের আছে তাদের লাগবেনা)
  http://www.updatestar.com/directdownload/nokia-pc-suite/1985075

নোকিয়া পিসি স্যুট সফটওয়্যারটা  ইন্সটল করার পরে আপনার মোবাইলটা  কানেক্ট করুন পারে connectivity তে ক্লিক করুন। পরে প্রয়োজনীয়  জিনিসগুলো

সেটিংস করুন। এবার কাজ শেষ। এবার আপনি আপনার মোবাইল দিয়ে ইন্টারনেটে অ্যাক্সেস করতে পারবেন।


বিঃ দ্রঃ আপনি আপনার মোবাইল এর ব্লুটুথ কোন কাজ ছাড়া সর্বদা  বন্ধ রাখবেন। তা না হলে বুঝতেইত পারেন.......................................আপ্নার বাশ যাবে।

শক্তিশালী মহাকর্ষীয় ক্ষেত্রে ধ্রুবকের ধ্রুবকত্ব যাচাই

পদার্থ বিজ্ঞানে ফাইন স্ট্রাকচার কনস্টান্ট, একটি ভৌত ধ্রুবক যাকে গ্রীক অক্ষর ‘আলফা(α)’ দ্বারা প্রকাশ করা হয়। তড়িৎ চৌম্বকীয় মিথস্ক্রিয়া হিসেব করতে এই ধ্রুবক ব্যবহৃত হয়। জার্মান বিজ্ঞানী আর্নল্ড সমারফেল্ড ১৯১৬ সালে তার তত্ত্বে এই ধ্রুবকের প্রচলন করেন। সকল প্রকার এককে এই ধ্রুবকের মান সমান [ 7.2973525698(24)×10^−3 = 1/137.035999074(44)].


NASA_Hubble‘আলফা (α)’ এর মান ক্ষেত্রবিশেষে পরিবর্তিত হয় কিনা তা যাচাই করতে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস্‌ এর পদার্থ বিজ্ঞানীদের নেতৃতে একটি আন্তর্জাতিক গবেষণা দল- পৃথিবীর চেয়ে ৩০,০০০ গুণ শক্তিশালী মহাকর্ষীয় ক্ষেত্র সম্বৃদ্ধ দূরের একটি বামন নক্ষত্র পর্যবেক্ষণ করেন।


এই প্রকল্পে ড: জুলিয়ান বারেনগাট এবং তার সহকর্মীরা তড়িৎ চৌম্বকীয় বলের শক্তি হতে ‘আলফা(α)’ পরিমাপ করার জন্য হাবল স্পেস টেলিস্কোপ ব্যবহার করেন।


গবেষণাফল-‘ধ্রুবকের ভিন্নতা তত্ত্বের’ পক্ষেই কথা বলছে। যুক্তরাষ্ট্রের ‘ফিজিক্যাল রিভিউ লেটার’ জার্নালে এসব তথ্য প্রকাশ করা হবে।

ড: বারেনগাট বলেন যে- ‘দূরবর্তী কোয়াসার থেকে আগত আলোক পর্যবেক্ষণ’ সংক্রান্ত তাদের পূর্ববর্তী গবেষণায় দেখা যায়, ফাইন স্ট্রাকচার কনস্টান্ট এর মান মহাবিশ্বের সর্বত্র একরকম নাও হতে পারে’।

তিনি আরও বলেন- “ পদার্থবিদ্যার নিয়মগুলো মহাকাশের স্থানভেদে ভিন্নরুপ হতে পারে; এটা একটা বড় রকমের দাবী এবং এর জন্য দৃঢ় সাক্ষ্যপ্রমাণ যোগাঢ় করা প্রয়োজন ”।