আপডেট পেতে সাবস্ক্রাইব করুন!!

আমরা কোন স্প্যাম পাঠাবোনা। ওয়াদা।

বৃহস্পতিবার, জুলাই ১৮, ২০১৩

কিছু বাংলা ব্লগের নাম

   কিছু বাংলা ব্লগ....................................     অনুকাব্য     আত্রাই নদীর পাড়ে     আইডি ফোরাম     আইটেক বাংলা     আমরা বন্ধু     আমার ঠিকানা     আমাদের কথা     আমাদের প্রযুক্তি     আমার ব্লগ    ...

আপনার মোবাইল এর ব্লুটুথ কোন কাজ ছাড়া সর্বদা বন্ধ রাখুন

অনেকেই হয়ত আমার মত বাংলা বিলাই (লায়ন) মডেম কিনা বাশ খাইতাছেন। যারা আবার প্রিপ-পেইড কিনছেন তাদেরত কোন কথাই নাই। সর্ব নিম্ন প্যাকেজের দামও ১৫০ টাকা। তাও আবার মাত্র 600 মেগাবাইট।আমাদের অনেক সময় অল্প সময়ের জন্য ইন্টারনেট লাগে তখন কি করতে হয় 600 মেগাবাইটের প্যাকেজে কিনতে হয়। কিন্তু আমরা আমদের জাভামোবাইল ব্যাবহার করেই সেই কাজটি পিসি তে কতে পারি।...

শক্তিশালী মহাকর্ষীয় ক্ষেত্রে ধ্রুবকের ধ্রুবকত্ব যাচাই

পদার্থ বিজ্ঞানে ফাইন স্ট্রাকচার কনস্টান্ট, একটি ভৌত ধ্রুবক যাকে গ্রীক অক্ষর ‘আলফা(α)’ দ্বারা প্রকাশ করা হয়। তড়িৎ চৌম্বকীয় মিথস্ক্রিয়া হিসেব করতে এই ধ্রুবক ব্যবহৃত হয়। জার্মান বিজ্ঞানী আর্নল্ড সমারফেল্ড ১৯১৬ সালে তার তত্ত্বে এই ধ্রুবকের প্রচলন করেন। সকল প্রকার এককে এই ধ্রুবকের মান সমান [ 7.2973525698(24)×10^−3 = 1/137.035999074(44)]. NASA_Hubble‘আলফা...