আমাদের মাথার উপর দিয়ে মহাশূন্যে পৃথিবী প্রদক্ষিন রত কোন স্যাটেলাইট কিংবা আর্ন্তজাতিক মহাকাশ স্টেশন উড়ে গেলে সাধারনত আমরা না খেয়াল করার কারনে দেখতে পাইনা। আমরা কখনো জানতেই পারি না যে এই মুহুর্তে কিংবা একটু পরে বা কয়েক ঘন্টা আগে একটা আস্ত আর্ন্তজাতিক মহাকাশ স্টেশন উড়ে গেল বা যাবে। কিছুক্ষন আগেও আমি জানতাম না। নেটে ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম...