শূন্যতে আমাদের শুরু আবার শূন্যতেই আমরা বিলীন হব। হুমায়ূন আহমেদের এই কথা কতটুকু সত্য তা আমি জানি না। তাই দেখি সামিউল ভাই আমাদের কি বলেনঃ
ছোটকাল থেকে পড়ে এসেছি জোড় সংখ্যা , বেজোড় সংখ্যা । এমন কি শুন্যস্থান পূরণও করেছি (যেমন ১, ৩, ৫, _ , ৯, _ ,১৩)। বল তো বাবু এখানে কী হবে? এত্ত সোজা? প্রথমে ৭ আর পরে ১১ হবে। এ তো গেল বেজোড় সংখ্যা। তারপর আসল...