
LHC : Large Hadron Collider। এর মধ্যে আমরা মোটামুটি প্রথম শব্দ আর শেষ শব্দ নিয়ে কথা বলেছি। এই মধ্যপদটির মানে কি?
নিউক্লিয়াসের মাঝে যারা ঘাপটি মেরে আছেন---প্রোটন আর নিউট্রন----তারা আবার ছোট ছোট কিছু কণা দিয়ে তৈরী, যাদের Quark বলে। তো, যারা কোয়ার্ক দিয়ে তৈরি(প্রোটন, নিউট্রন) তাদের একটা সাধারন নাম হল Hadron (গ্রীক adros থেকে এসেছে যার মানে 'ভারী')।...